রাত ৪:৫৩,   বুধবার,   ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ধর্মপাশায় ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে একজনকে জরিমানা


ধর্মপাশা প্রতিনিধি:

ধর্মপাশা উপজেলায় ড্রেজার দিয়ে ফসলী জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে শাহাবুর উদ্দিন নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা করা হয়েছে।

রোববার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা প্রদান করেন। শাহাবুর উদ্দিন উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব জানান, ওই ব্যক্তি নওধার গ্রামে তার বাবার জমিতে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করছিল। যা পরিবেশের জন্য ক্ষতিকর। তাই খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাহাবুর উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।