ধর্মপাশার সেলবরষ ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি :
করোনা পরিস্থিতি মোকাবেলায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ৯০০ অসহায় ব্যক্তির মাঝে মানবিক সহায়তা কার্যক্রমের ৪র্থ পর্যায়ের খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে।
শনিবার সকালে সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন। প্রথম দিন ৩০০ ব্যক্তিকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। রোববার ও সোমবার বাকি ৬০০ ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যানের মাঝে উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম মুন্সীসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।