রাত ১২:৩৭,   মঙ্গলবার,   ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় আরও একজন আক্রান্ত ও পুরাতন দুজনের আবারও পজিটিভ

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়নের পর এবার এক সিনিয়র স্টাফ নার্স করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ধর্মপাশায় মোট আক্রান্তের সংখ্যা ৬। এছাড়াও দুজন পুরাতন আক্রান্ত রোগীর করোনা টেস্টের ফলাফল পুনরায় পজিটিভ এসেছে। পুরাতন রোগীরা হলো উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের এক নারী ও কান্দাপাড়া গ্রামের (কলেজ রোডের বাসিন্দা) একজন পুরুষ। এর আগে হলিদাকান্দা গ্রামের ওই নারীর এক ছেলে সন্তান, সদর ইউনিয়নের রাজনগর গ্রামের এক নারী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক অফিস সহকারি করোনা শনাক্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার জানান, আক্রান্ত রোগীসহ মোট ১৮ জনের নমুনা পাঠানো হয়েছিল। সোমবার রাত সাড়ে এগারটার দিকে এর ফলাফল পাওয়া যায়। এতে নতুন একজনসহ পুরাতন দুই রোগীর ফলাফল পজিটিভ এসেছে।