ধর্মপাশায় আলোচনা সভা
ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকালে সভাপতি পদে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শামীম আহমেদ বিলকিস। এ নিয়ে তিনি সপ্তম বারের মতো সভাপতি নির্বাচিত হলেন।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।
এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু তালেব, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশান আরা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার , উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম দিদার প্রমুখ।