সকাল ৬:৪৫,   বৃহস্পতিবার,   ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

ধর্মপাশা প্রধতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
স্থনীয় সামাজিক সংগঠন ‘মধ্যনগর ফাউন্ডেশন’র উদ্যোগে সমাজসেবা ও শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য সাদা মনের মানুষ হিসেবে ওই চেয়ারম্যানকে এ সংবর্ধনা দেওয়া হয়।
রোববার দুপুর ১২টার দিকে মধ্যনগর বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানপূর্ব আলোচনা সভায় মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদারের সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক সুজিত চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য দেন, মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক অনুজ কান্তি দে, কবি অজয় রায়, সামাজিক সংগঠন অভিযাত্রীর সভাপতি মো. আতিক ফারুকী, ব্যবসায়ী মুহিত কান্তি দে, সংগঠনের সদস্য বিল্লাল হাসেন। পওে চেয়ারম্যানের হাতে ক্র্যাস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অন্যানের মাঝে সমকাল প্রতিনিধি এনামুল হক, ভোরের দর্পন প্রতিনিধি আল আমিন আহমেদ সালমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।