ধর্মপাশায় ইতিবাচক বিচ্যুতি বিষয়ে সভা
ধর্মপাশা প্রতিনিধি :
বাল্যবিবাহ প্রতিরোধ, অল্প বয়সে গর্ভধারণ ও বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পরার হার কমিয়ে আনার লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশায় নির্বাচিত সদস্যদের নিয়ে ইতিবাচক বিচ্যুতি পদ্ধতির বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিএসকে হ্যালো এ্যাম (হিয়া) প্রকল্পের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নির্বাচিত সদস্য আনফর আলী। স্বাগত বক্তব্য দেন ডিএসকে হ্যালো এ্যাম (হিয়া) প্রকল্পের ধর্মপাশা উপজেলা শাখা ব্যবস্থাপক জুয়েল রানা।
প্রকল্প সহযোগী শাজাহান কবিরের পরিচালনার বক্তব্য দেন, কাজী আব্দুল মান্নান, নির্বাচিত সদস্য মুজিবুর রহমান মজুমদার, সাংবাদিক সাজিদুল হক, প্রকল্প সহযোগী অনুকুল দাস প্রমুখ।