রাত ১০:২২,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় এশিয়ান টিভির বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তি উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষ উপজেলা পরিষদ সভাকক্ষে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে এশিয়ান টিভির পথচলাকে স্বাগত জানান। পরে এক আলোচনা সভায় সমকাল প্রতিনিধি এনামুল হকের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন, এশিয়ান টিভির ধর্মপাশা প্রতিনিধি আতিক ফারুকী।
অন্যানের মাঝে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা সহকারি কশিনার (ভূমি) আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো. শফিকুজ্জামান, জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ।
এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ মান্নান, মো. ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এমএমএ রেজা পহেল, কোষাধ্যক্ষ সাজিদুল হক, সদস্য সারোয়ার হোসেন, সুরঞ্জন সরকার, আল আমিন আহমেদ সালমান, কবি আনিসুল হক লিখন, ফিউচার কিন্ডারগার্টেনের শিক্ষক মাসুম মিয়া প্রমুখ।