ধর্মপাশায় এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা
ধর্মপাশা প্রতিনিধি:
ধর্মপাশা উপজেলায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় গণমিলনায়তনে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। এতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেবের পরিচালনায় কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ।
এতে অন্যানের মাঝে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া, কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহম্মদ প্রমুখ।