ধর্মপাশায় করোনার সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
ধর্মপাশা প্রতিনিধি :
কোভিড-১৯ প্রতিরোধে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে ৫০০ হাইজিন কিট ও ওয়াস সামগ্রী, ৩ হাজার ৫৫ টাকা করে ২১০ জন উপকারভোগীর মাঝে শর্তহীন নগদ অর্থ, ১ হাজার ১০ জন দরিদ্র-হতদরিদ্রদের মাঝে বিছানার চাদর ও মশারী এবং ৫০৩ জন শিশুর মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জয়শ্রী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধর্মপাশা এরিয়া প্রোগ্রাম অফিসের উদ্যোগে বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এসব বিতরণ কাজ বাস্তবায়ন করে। এর আগে এ উপলক্ষে আয়োজিত এক সভায় জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
অনুষ্ঠানে ডিসএসকের উপজেলা শাখা ব্যবস্থাপক মো. মইনুল হাসানের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধর্মপাশা শাখার এরিয়া প্রোগ্রাম ব্যবস্থাপক সাগর জন কস্তা। অন্যানের মাঝে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম নাজিম উদ্দীন আল আজাদ, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জয়শ্রী ইউপি আওয়ামী লীগের সভাপতি মাধব চন্দ্র সরকার প্রমুখ।