রাত ৮:২২,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার করোনা উপসর্গ নিয়ে বিদ্যা মিয়া নামের ১৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। গত সোমবার রাত ১০টার দিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে মঙ্গলবার সকাল ৬টার দিকে বিদ্যা মিয়ার মৃত্যু হয়।
এঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বিদ্যা মিয়া, ডাক্তার ও নার্সসহ ৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পঠিয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। তাছাড়া মারা যাওয়া বিদ্যা মিয়াকে ওই দিন সকালেই স্বাস্থ্যবিধি মেনেই গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার বলেন, করোনা উপসর্গ থাকায় আমরা তার নমুনা সংগ্রহ করেছি সাথে তাকে সেবা দেওয়া ডাক্তার নার্সসহ ৮ জনের নমুনা সংগ্রহ করে আমরা ময়মনসিংহ হাসপাতালে পাঠিয়েছি।