ধর্মপাশায় কারিতাসের অবহিতকরণ সভা
ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় বেরসরকারি সংস্থা কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সবুজ জীবিকায়ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারাপ্রাপ্ত) আবু তালেবের সভাপতিত্বে ও প্রকল্পের মাঠ সহায়ক মজিবুর রহমান সৌরভের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিল্লাল নূরী, সংস্থার জুনিয়র কর্মসূচি কর্মকর্তা (ডিএম) ছন্দা হাউই, প্রকল্পের জুনিয়র কর্মসুচি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, অমৃত পাল, ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আশুতোষ হাজং, এসিডিএফ সভাপতি তারিনি আজিম, প্রধান শিক্ষক রানা স্নাল প্রমুখ।