রাত ৮:২১,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় ক্যান্সার, কিডনী, লিভার রোগীদের মধ্যে চেক বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৪ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা মূল্যের চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন সংশ্লিষ্ট কার্যালয়ের সামনে রোগীদের হাতে ওইসব চেক হস্তান্তর করেন।
ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক কর্মসূচির আওতায় এসব চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন, সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী সুহেল আহমেদ, তসলিমা আক্তার, কারিগরি প্রশিক্ষক জয়ন্তী রাণী তালুকদার, অফিস সহকারী শাহ সুলতান, সাংবাদিক এনামুল হক, সাজিদুল হক, সেলিম আহমেদ প্রমুখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বলেন, ‘৫ জন রোগীর প্রত্যেকের জন্য ৫০ হাজার টাকা করে চেক অনুমোদন হয়েছে। আজ চারজনের চেক বিতরণ করা হয়েছে। একজন রোগী ইতোমধ্যে মৃত্যুবরণ করায় দাপ্তরিক প্রক্রিয়া শেষে তার পরিবারের লোকজনের মাঝে ওই চেক পরে হস্তান্তর করা হবে।