রাত ৪:৩১,   বুধবার,   ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ধর্মপাশায় খাদ্য সহায়তা দিলো আশা

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় বেসরকারি সংস্থা আশা’র উদ্যোগে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ২৫০ ব্যক্তিকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
আজ সোমবার (১১ মে) সকাল ১১টায় খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, আশা’র ধর্মপাশা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. জামাল উদ্দিন, ধর্মপাশা-১ এর শাখা ব্যবস্থাপক মাহমুদুল হাসান, ধর্মপাশা-১ এর সহকারী শাখা ব্যবস্থাপক সুমন সাহা, ধর্মপাশা-২ এর সহকারী শাখা ব্যবস্থাপক নূর হোসেন, ধর্মপাশা-২ এর শাখা ব্যবস্থাপক উজ্জ্বল সরকার, আশা’র মধ্যনগর শাখা ব্যবস্থাপক নাজমুল হকসহ অন্যান্য কর্মীবৃন্দ।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ লিটার ভোজ্য তেল।