সন্ধ্যা ৭:৪৫,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্র আহত

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গন্ধিরগাও বাজার সংলগ্ন গাছ থেকে পাখির বাচ্চা নিয়ে আসার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল মিয়া (১২) নামের এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। শাকিল মিয়া ওই ইউনিয়নের মোহাম্মদ-আলীপুর আদর্শ গ্রামের সুজন মিয়ার ছেলে ও চামরদানি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
জানা যায়, শাকিল মিয়া গন্ধিরগাঁও বাজারে একটি গাছ থেকে পাখির বাচ্চা পাড়তে করার জন্য দুপুর সাড়ে ১২টার দিকে গাছে উঠে। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে সে জড়িয়ে পড়ে গাছের ডালে আটকে যায়। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে গাছ থেকে নামিয়ে আনে। পরে উদ্ধার করে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য চাঁন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।