রাত ৯:১৪,   রবিবার,   ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় চারটি কওমী মাদ্রাসায় প্রধানমন্ত্রীর সহায়তার চেক বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি :
পবিত্র রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চারটি কওমী মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য প্রতিটি মাদ্রায় দশ হাজার টাকা মূল্যের চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। যার মধ্যে মধ্যনগর দারুল উলুম মাদানিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা, গোলকপুর বাজার ইসলামিয়া আরাবিয়া হাফিজিয়া এবং কওমী মাদ্রাসা ও এতিমখানা, গাছতলা আল জামিয়াতুল ইসলামিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা এবং দারুল উলুম আরাবিয়া ফুলেননেছা কওমী মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে চেক তুলে দেওয়ার সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, অফিস সহকারী রতন সরকার প্রমুখ।