ধর্মপাশায় চার পথচারীসহ ৯ ব্যবসায়ীকে জরিমানা
ধর্মপাশা প্রতিনিধি :
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করায় সুনামগঞ্জের ধর্মপশায় চার পথচারীসহ ৯ ব্যবসায়ীকে ২২ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর বাজার ও ধর্মপাশা বাজারের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব। এ সময় সরকারি নির্দেশনা মানার জন্য সকলকে সচেতন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপস্থিত ছিলেন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, স্থানীয় ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরীসহ আরও অনেকেই।