দুপুর ১:১৫,   সোমবার,   ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে রজব, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় চিকিৎসা সহায়তার চেক বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি :
ধর্মপাশা উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ২ জন রোগীর প্রত্যেকের মাঝে ৫০ হাজার টাকা মূল্যের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান তাঁর নিজ কার্যালয়ে রোগীর নমিনীদের মাঝে এসব চেক হস্তান্তর করেন।
ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক কর্মসূচির আওতায় এসব চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন।
এর আগে উপজেলা সমাজসেবা কার্যালয়ে উপজেলা সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে একজন অসহায় দুস্থ ব্যক্তির হাতে ২ হাজার টাকা মূল্যের চেক তুলে দেওয়া হয়।