সন্ধ্যা ৭:৪০,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় জাতীয় কন্যা শিশু দিবস পালন

ধর্মপাশা প্রতিনিধি :
‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ৩টায় ডিএসকে হ্যালো আই এ্যাম হিয়া প্রকল্প কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা পরিষদের গণমিলনায়তনে এসে আলোচনায় সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিএসকে হ্যালো আই এ্যাম হিয়া প্রকল্পের কর্মকর্তা জুয়েল রানা। হ্যালো আই এ্যাম হিয়া প্রকল্পের প্রকল্প সহযোগী শাজাহান কবিরের পরিচালনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধর্মপাশা শাখার এরিয়া ম্যানেজার সাগর জন কস্তা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মঈনুল হাসান প্রমুখ।