সন্ধ্যা ৭:৪২,   সোমবার,   ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে সভা


ধর্মপাশা প্রতিনিধি :
‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনাভাইরাসমুক্ত জীবন গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসানের সভাপতিত্বে উপজেলা গণমিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসানের পরিচালনায় বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আরিফ উল্লাহ খান, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সমকাল প্রতিনিধি এনামুল হক প্রমুখ।