রাত ২:৫৩,   রবিবার,   ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় জীবাণুনাশক পানি ছিটালো প্রশাসন

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে জীবাণুনাশক পানি ছিটানো হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জীবাণুনাশক পানি ছিটিয়ে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। পরে হাসপাতাল ও থানা চত্বরে জীবাণুনাশক পানি ছিটানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস প্রমুখ।