রাত ১২:৩২,   মঙ্গলবার,   ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় ঝড়ে বিধ্বস্ত ছয় পরিবারের বসতঘর

ধর্মপাশা প্রতিনিধি :
কালবৈশাখী ঝড়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামে ছয়টি পরিবারের বসতঘর বিধ্বস্ত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ উপজেলা ওপর দিয়ে বয়ে ঝড়ে ওইসব পরিবারের বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে করে ওইসব পরিবারের লোকজন মাথা গুঁজার ঠাঁইটুকু হারিয়েছে।
মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, ‘কালবৈশাখী ঝড়ে মাছিমপুর গ্রামের স্বপন চৌধুরী, যতি রায়, বাবু মিয়া, গোপী রঞ্জন, দেওয়ান খা, আ. শহীদের বসতঘরের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তাদের জরুরি ভিত্তিতে সহায়তা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।’