রাত ১২:০৮,   বুধবার,   ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় ডিজিটাল পদ্ধতিতে কৃষক নির্বাচন

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি ন্যায্যমূল্যে ধান ক্রয়ের লক্ষ্যে ডিজিটাল পদ্ধতিতে কৃষক নির্বাচন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা গণমিলনায়তনে কম্পিউটারে এক বিশেষ ধরণের সফটওয়্যার ব্যবহার করে এ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে নির্বাচিত কৃষকের ক্রমিক নং সাথে সাথে প্রদর্শিত হয় প্রজেক্টরে।
গত রোববার থেকে উপজেলার দশটি ইউনিয়নের ধান বিক্রয়ে আগ্রহী কৃষকদের নাম নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দিন উন্মুক্ত লটারীর মাধ্যমে ধর্মপাশা সদর, পাইকুরাটি, সুখাইড় রাজাপুর উত্তর ও সুখাইড় দক্ষিণ ইউনিয়নের কৃষক নির্বাচন করা হয় পরে সোমবার দ্বিতীয় দিনে সফটওয়্যারের মাধ্যমে মধ্যনগর, চামরদানী, বংশীকুন্ডা উত্তর ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের কৃষকদের নাম নির্বাচন করা হয়েছে।
তালিকা যাচাই বাছাই চলমান থাকায় সেলবরষ ইউনিয়নের কৃষক নির্বাচন প্রক্রিয়া পরে অনুষ্ঠিত হবে।
সোমবার কৃষক নির্বাচনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া, ধর্মপাশা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন রায়, সহকারী উপ-খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম, মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন প্রমুখ।