ধর্মপাশায় তিন ব্যবসায়ীকে জরিমানা
ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি আদেশ অমান্য করে সড়কের উপর দোকান নিয়ে বসানোর অভিযোগে তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকালে জনতা মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ধর্মপাশা উপজেলার বিভিন্ন কাঁচা বাজারের ব্যবসায়ীদের সোমবার থেকে খোলা মাঠে বসার নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। সে হিসেবে ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে কাঁচা বাজারের স্থান নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু ওইদিন তিনজন ব্যবসায়ী ওই আদেশ অমান্য করে সড়ের উপর দোকান বসায়। ফলে তাদের বিরুদ্ধে সরকারি আদেশ অমান্য করার অভিযোগে এ জরিমানা করা হয়।