রাত ৯:৪১,   শুক্রবার,   ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ৫ যুবক গ্রেপ্তার

ধর্মপাশা প্রতিনিধি :
ধর্মপাশায় ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ভিডিও তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রচার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বাসাউড়া গ্রামের মৃত গোপাল কৃষ্ণ সরকারের ছেলে জয়মনি সরকার (২৮), বিমল সরকারের ছেলে সোহাগ সরকার (১৯), সখিচরণ সরকারের ছেলে নিউটন সরকার (২০), নারায়ন সরকারের ছেলে নয়ন সরকার (২২) ও নিশ্চিন্তপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে নজির হোসেন (২৪)।
ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, আটককৃত যুবকেরা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ভিডিও তৈরি করে তা মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করছিল। তাই ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।