ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ধর্মপাশা প্রতিনিধি :
ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে তাকমিদ মিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তাকমিদ উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের নাজমুল হুদার ছেলে।
বুধবার দুপুরে সুনই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডোবায় এ ঘটনা ঘটে।
জানা যায়, তাকমিদ ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে সুনই সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে খেলতে গিয়ে এক পর্যায়ে ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে দুপুর দুইটার দিকে পরিবারের লোকজন তাকে ওই ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌসুর রহমান এ ঘটনার সত্য