সন্ধ্যা ৬:৫৬,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় পিআইসি সভাপতির কারাদণ্ড

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনারথাল হাওরের ১৩৩নং প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি স্বপন চন্দ্র দাসকে গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে গাফিলতির দায়ে ওই সভাপতিকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব।
বৃহস্পতিবার রাতেই তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।