বিকাল ৫:৫৭,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি :
ধর্মপাশায় পানিতে ডুবে নিহত মাহিন মিয়া নামের চার বছর বয়সী শিশুকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ মিয়া (১২) নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্টে নিহত মারুফ মিয়া উপজেলার চামরদানি ইউনিয়নের সুলেমানপুর গ্রামের রফিক মিয়ার ছেলে। মাহিন মিয়া একই ইউনিয়নের বিছরাকান্দা গ্রামের কবির মিয়ার ছেলে।
শুক্রবার দুপুরে পৃথক পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ওইদিন দুপুরে বিছরাকান্দা গ্রামে পরিবারের লোকজনের অজান্তে মাহিন মিয়া বাড়ি সংলগ্ন ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন পানি থেকে তার মরদেহ উদ্ধার করে। এ খবর পেয়ে পার্শ্ববতর্ী সুলেমানপুর গ্রামের মারুফ মিয়া তার মায়ের সাথে নৌকায় করে মাহিনকে দেখতে যাচ্ছিল। পথিমধ্যে বৈদ্যুতিক লাইনে জড়িয়ে মারুফ পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মধ্যনগর বাজারে নিয়ে আসা হলে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।