ধর্মপাশায় প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি পালন
ধর্মপাশা প্রতিনিধি :
মাঠ পর্যায়ে প্রশাসনের কর্মচারীদের পদবী ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে সুনামগঞ্জের ধর্মপাশায় পূর্ণ দিবস কর্ম বিরতি পালিত হয়েছে।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ডাকে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মঙ্গলবার সকাল ৯টা থেকে এই পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সিএ কাম ইউডিএ মো. রহিছ উদ্দিন, নাজির আবুল হাসান, সাটমুদ্রাক্ষরিক স্বজন পাল, অফিস সহকারী নবেন্দু তালুকদার, সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের অফিস সহকারী বিমল চন্দ্র পাল ও মানিক মিয়া প্রমুখ।