বিকাল ৪:৫৯,   মঙ্গলবার,   ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ধর্মপাশা প্রতিনিধি :
ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এঁর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ও ফ্রান্সের পণ্য পরিহারের দাবিতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর দুইটার দিকে মধ্যনগর বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে স্থানীয় মুসলিম জনতার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল মধ্যনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশে যুক্ত হন বিক্ষোভকারীরা। এ সময় ফ্রান্সের এমন দৃষ্টতার প্রতিবাদ এবং ফ্রান্স কর্তৃক বাংলাদেশে সররাহকৃত পণ্য বর্জনের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য দেন, মাওলানা আবুল হাসান আখঞ্জি ও মাওলানা আব্দুস সালাম। অপরদিকে বিকেল তিনটায় উপজেলার মহিষখলা বাজারে স্থানীয় আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসুল্লীদের উদ্যোগে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।