রাত ১১:১৮,   শনিবার,   ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,   ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন

ধর্মপাশা প্রতিনিধি :
‘মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুবক-যুবতীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা গণমিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা একেএম শামসুল হকের পরিচালনায় এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সালমুন হাসান বিপ্লব, ডিএসকের হ্যালো আএইএম প্রকল্পের ব্যবস্থাপক জুয়েল রানা, প্রশিক্ষিত যুবক তৈমুর প্রমুখ।
পরে আত্মকর্মসংস্থানের জন্য ১০জন যুবক-যুবতীর মাঝে ৩ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।