ধর্মপাশায় বন্ধুর খুনিকে পুলিশে দিলো এলাকাবাসী
ধর্মপাশা প্রতিনিধি :
হত্যার দুইদিন পর সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের নয়াহাটি গ্রামের হোটেল ব্যবসায়ী মিলন মিয়ার (৩৫) হত্যাকারী বন্ধু রবিউলকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার রাত সাড়ে ১০টার দিকে রবিউলকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।
পুলিশ জানায়, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের রংপুরহাটি গ্রামে রবিউলের ঘরে রবিউলের দেশীয় অস্ত্রের কোপে নিহত হয় মিলন মিয়া। ঘটনার পরপরই রবিউল সেখান থেকে পালিয়ে গিয়েছিল। সোমবার রাতে রবিউল বাড়িতে আসলে স্থানীয়রা গ্রাম পুলিশের সহায়তায় তাকে আটক করে ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ও ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেনের কাছে হস্থান্তর করে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, গ্রামবাসী ওই খুনিকে আমাদের কাছে ধরিয়ে দিয়েছে। আসামির বিরুদ্ধে মামলা হয়েছে তাই তার ব্যবস্থা আইনানুগভাবেই হবে।