ধর্মপাশায় বাল্যবিয়ের আয়োজন করায় জরিমানা!
ধর্মপাশা প্রতিনিধি :
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণজমায়েতের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাল্যবিয়ের আয়োজন করায় সুনামগঞ্জের ধর্মপাশায় মনির (২৫) নামের এক যুবককে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব। মনির ধর্মপাশা সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের মো. ধন মিয়ার ছেলে।
জানা যায়, গত রোববার রাতে মনিরের বাড়িতে উচ্চ শব্দে গান বাজতে থাকে এবং তার বাড়িতে আত্মীয় স্বজনসহ পাড়া প্রতিবেশিদের সমাগম হয়। এতে করে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা ইউএনওকে বিষয়টি জানায়। ইউএনও সেখানে গিয়ে দেখতে পান পার্শ্ববর্তী গ্রামের এক মেয়ের সাথে তার বিয়ের আয়োজন করা হয়েছে। পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে মেয়ের সাথে মনিরের বিয়ে হবে সে অপ্রাপ্ত বয়স্ক। এই অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সাথে বিয়ের আয়োজন করায় মনিরকে বাল্যবিবাহ নিরোধ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ওই মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত এই মেয়ের সাথে আরো কোনো বিয়ের আয়োজন করবে না বলে মুচলেখা দেয়।