রাত ৯:০৬,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন ও জয়শ্রী ইউনিয়নের ১৭টি গ্রামে নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির অধীনে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেল তিনটায় জয়শ্রী উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও মোয়াজ্জেম হোসেন রতন এমপি।
এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি শামীমা শাহরিয়ার, জেলা প্রশাসক আব্দুল আহাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম জাকির হোসেন প্রমুখ।