রাত ৯:৩৪,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় বিনামূল্যে এমসিএইচ ক্যাম্প, ওষুধ বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় বন্যাকবলিত এলাকায় বিনামূল্যে এমসিএইচ ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে জয়শ্রী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহায়তায় সুসেবা নেটওয়ার্কের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। পরে এডিপি’র পক্ষ থেকে জয়শ্রী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রসবকারী মায়েদের মাঝে শাড়ি ও তোয়ালে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, ধর্মপাশা থানার ওসি মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম দিদার, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির, জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ, কেয়ার জিএসকে’র উপজেলা ব্যবস্থাপক জসিম উদ্দিন প্রমুখ।