সকাল ১০:১০,   রবিবার,   ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,   ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় বিনামূল্যে সোলার প্যানেল, মাতৃত্বভাতা ও শিশুখাদ্য বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি :
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের ৫১টি পরিবারে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরের নির্বাচনী এলাকার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে টিআর/কাবিটা প্রকল্প থেকে এসব সোলার প্যানেল বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়াও ব্যাংক এশিয়ার মাধ্যমে ওই ইউনিয়নের ৮২ জন মায়ের মাঝে মাতৃত্বভাতা ও ৬০ জন শিশুর মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
বোববার দুপুরে জয়শ্রী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে এসব বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।
জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম নাজিম উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।
এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাধব চন্দ্র সরকার, সহ-সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক আবুল হাসেম আলম, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ, জয়শ্রী ইউনিয়ন পরিষদের সচিব এমদাদুল হক, উদ্যোক্তা মানিক তালুকদার প্রমুখ।