ধর্মপাশায় ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ
ধর্মপাশা প্রতিনিধি :
ধর্মপাশায় কয়েকদিনে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ তিনশতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সুনই গ্রামের শিক্ষক মেহেদী হাসার ডালির ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই, কুর্শীবাড়ি, পাছাম, থানুরা, ভাটগাঁও, কুড়িকাহনিয়া এবং শহরতলী গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ তিনশতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া, চিনি এবং কলা। ত্রাণ বিতরণের সময় তঁাকে সহযোগিতা করেন কাঞ্চন আহমেদ, নাজমুল ইসলাম তপু, মনোয়ার হোসেন, মো. মাজহারুল ইসলাম অনিক, ইমন, ওবায়দুর রহমান রিগান, শুভ প্রমুখ।