ধর্মপাশায় মাস্ক না পরায় পাঁচজনকে জরিমানা
ধর্মপাশা প্রতিনিধি :
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মাস্ক না পরে বাজারে ঘোরাঘুরি করায় সুনামগঞ্জের ধর্মপাশায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৫ জনকে জরিমানা করা হয়েছে। শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত হাসপাতাল রোড থেকে বাজার পর্যন্ত অভিযান চালিয়ে ৫ জনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নো. আবু তালেব। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও অফিসের নাজির মো. আবুল হাসান ও ধর্মপাশা থানা পুলিশ।
এর আগে করোনা ভাইরাস সংক্রমণের কারণে হাসপাতাল রোডে একটি বাসা ও পূর্ব বাজারে একটি বাসাকে লকডাউন ঘোষণা করে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়।