ধর্মপাশায় মায়ের পর করোনায় আক্রান্ত ছেলে
ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে ধর্মপাশায় মোট আক্রান্তের সংখ্যা তিনজনে। এর আগে গত মঙ্গলবার আরো দুজনের নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। ওই দুজনের মধ্যে একজন ছিল উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের এক নারী। ওই নারীর স্বামী ও ছেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এর ফলাফল পাওয়া যায়। এতে ওই নারীর ছেলের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তবে তার স্বামীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নেই। ওই নারী সম্প্রতি নায়ারণগঞ্জ থেকে নিজ গ্রামে এসেছেন।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন।