সন্ধ্যা ৭:৩৭,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় মুজিববর্ষ উপলক্ষে নানা কর্মসূচি পালন

ধর্মপাশা প্রতিনিধি :
ধর্মপাশায় মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, চিত্রাংকন ও আলোচনা সভা হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। বক্তব্য দেন ধর্মপাশা সার্কেলের সহকারি পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, প্রাণিসম্পাদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তিনটি গ্রুপের বিজয়ী প্রত্যেকের মাঝে পুরস্কার দেওয়া হয়। পরে দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু চত্বরে গাছ রোপন করে একশত গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম দিদার প্রমুখ।