ধর্মপাশায় রোপা আমনের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত
ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় রোপা আমন ধানের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজস্ব খাতের অর্থায়নে বুধবার সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের রাজনগর গ্রাম সংলগ্ন মাঠে এ মাঠ দিবসের আয়োজন করে।
মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। স্থানীয় কৃষক ফিরোজ আলমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান, কৃষক আবু তাহের, মতি মিয়া প্রমুখ।