ধর্মপাশায় রোপা আমনের মাঠ দিবস অনুষ্ঠিত
ধর্মপাশা প্রতিনিধি :
ধর্মপাশায় রোপা আমন ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রাজস্ব খাতের অর্থায়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকাল একারোটায় পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রাম সংলগ্ন মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান, সাখাওয়াত হোসেন, কৃষক আব্দুল হেকিম প্রমুখ।