ধর্মপাশায় শিক্ষক-কর্মচারীদের মাঝে চেক বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দু’টি নন-এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ জন শিক্ষক ও ১০ জন কর্মচারীর অনুকূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ৮৫ হাজার ৫০০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর নিজ কার্যালয়ে এসব চেক সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণের কাছে হস্তান্তর করেন।
একইদিনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে দাতিয়াপাড়া পুরানপাড়া জামে মসজিদের অনুকূলে এক লাখ টাকার চেক সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়।