রাত ১:১৭,   বুধবার,   ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ধর্মপাশা প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলা পরিষদ গণমিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু তালেব’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সেলবরষ ইউপি চেয়ারম্যান নূর হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান আহমেদ মজুমদার প্রমুখ।