রাত ৮:০৮,   শুক্রবার,   ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় সেই অসহায় পরিবারকে অবরোধমুক্ত করলেন ইউএনও

ধর্মপাশা প্রতিনিধি :
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের লেঙ্গুর গ্রামের সেই মহেন্দ্র দাসের পরিবারকে অবরোধমুক্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে তিনি মহেন্দ্র দাসের বাড়িতে গিয়ে প্রতিবেশীর দেওয়া বেড়া অপসারণ করে তাদের অবরোধমুক্ত করেন।
এ সময় পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। বসত বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধের জেরে মহেন্দ্র দাসের চলাচলের পথে প্রভাবশালী প্রতিবেশী জানু মিয়া ও মনু মিয়া বেড়া দিয়ে ওই পরিবারটিকে অবরুদ্ধ করেছিল।
জানা যায়, জানু মিয়া ও মনু মিয়ার সাথে মহেন্দ্র দাসের দীর্ঘ দিন ধরে বসত বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। সপ্তাহখানেক আগে জানু মিয়া ও মনু মিয়া মহেন্দ্র দাসের বাড়ির পশ্চিম এবং উত্তর পাশে বাঁশ ও ডালপালা দিয়ে বেড়া দেয়। ফলে মহেন্দ্র দাসসহ তার পরিবারের লোকজনকে বাড়ির দক্ষিণ-পূর্ব কোণ দিয়ে অনেক দূর ঘুরে মূল সড়কে যাতায়াত করতে হয়েছে।
ভুক্তভোগী মহেন্দ্র দাস বলেন, ‘বেড়া সরিয়ে দিয়ে আমার চলার পথকে সুগম করে দেওয়ার জন্য ইউএনও স্যারের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান বলেন, ‘দুর্যোগময় পরিস্থিতিতে বৃষ্টিতে ভিজে ইউএনও মহোদয় ওই পরিবারটির পাশে দাঁড়ালেন যা সত্যিই প্রশংসনীয়। ঈদের পরে ইউএনও মহোদয় ও স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে তাদের বিবাদটি নিষ্পত্তি করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির হাসান বলেন, ‘রাস্তা বন্ধ করে চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে এমনটি খবর পেয়ে পরিবারটিকে অবরোধমুক্ত করতে সেখানে ছুটে যাই এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে বেড়া সরিয়ে দিয়ে ওই পরিবারটির চলাচলের পথ নির্বিঘ্ন করা হয়েছে।’