ধর্মপাশায় সেনাবাহিনীর টহল জোরদার
ধর্মপাশা প্রতিনিধি :
করোনাভাইরাস প্রতিরোধে হাটবাজার গুলোতে জনসমাগম নিয়ন্ত্রণ, সামাজিক দুরত্ব বাজায় রাখতে ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করণের লক্ষে ৪০ বীর পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর এক প্লাটুন সদস্য সুনামগঞ্জের ধর্মপাশায় টহল জোরদার করেছে।
৪০ বীর পদাতিক ডিভিশনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ’র নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ধর্মপাশা সদর বাজার, বাদশাগঞ্জ বাজার, গাছতলা বাজার, মধ্যনগর বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ বাজার গুলোতে টহল দেয়। এসময তাঁদের সাথে ছিলেন ধর্মপাশা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব।
এ ব্যাপারে ধর্মপাশা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন, সামাজিক দুরত্ব নিশ্চিত করতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। আমরা সবাইকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া নিত্য প্রয়োজনীয় ও ওষুধের দোকান ছাড়া সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেছি।