দুপুর ২:৩৬,   শুক্রবার,   ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় স্কুল ব্যাগ ও নৌকা বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নে এলজিএসপি-৩ এর মাধ্যমে স্কুল ব্যাগ ও নৌকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের আনা নেওয়ার জন্য একটি নৌকা, কামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪২০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, ইউনিয়ন পরিষদ সচিব একেএম রুহুল আমিন, মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আরশাদ মিয়া প্রমুখ।