সকাল ১০:১৩,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় হাওরের পানিতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ধর্মপাশা প্রতিনিধি :
ধর্মপাশায় বৈদ্যতিক তারের সাথে ধাক্কা লেগে নৌকা থেকে হাওরের পানিতে পড়ে বাবু মিয়া (২৮) নামের নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয়রা ধারাম হাওর সংলগ্ন উলাসখালী নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাবু মিয়া হাওরের পানিতে পড়ে নিখোঁজ হয়। সে সুখাইড়র রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামের আজমল আলীর ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার পাশ্ববর্তী মোহনগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে বাবু মিয়াসহ আরো কয়েকজন ধান কিনতে যায়। ধান কিনে নৌকায় করে ধর্মপাশা উপজেলা সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামের উদ্দেশ্যে রওয়া দেয়। এ সময় ধারাম হাওর সংলগ্ন উলাসখালী নামক স্থানে তাদের নৌকাটি বিদ্যুতের তারের সাথে ধাক্কা লাগে। এতে বাবু মিয়া বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পানিতে ছিটকে পড়ে নিখোঁজ হয়। ওইদিন স্থানীয়রা তাকে উদ্ধারের জন্য হাওরের পানিতে তাকে খোঁজতে থাকে। কিন্তু তাকে উদ্ধার করতে না পেরে শুক্রবার সকালে আবার তাকে উদ্ধারের জন্য ওই স্থানে খোঁজাখুঁজি করে। পরে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী নিখোঁজ যুবকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।