সকাল ১১:৩৩,   বুধবার,   ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ধর্মপাশায় ‘হাওর চোখ’ নামক নৌকার উদ্বোধন

ধর্পাশা প্রতিনিধি:
মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের উদ্যোগে স্বাধীনতার প্রতীক লাল-সবুজে সজ্জিত ‘হাওর চোখ’ নামক একটি নৌকার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার হাড়গুড় হাওরে সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এ নৌকাটির শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম দিদারসহ আরও অনেকেই।