সকাল ১০:৩২,   শুক্রবার,   ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় হাসপাতালের পিয়নসহ দুইজনের করোনা শনাক্ত

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়নসহ আরো এক নারী করোনায় আক্রান্ত হয়েছে।এ নিয়ে ধর্মপাশায় মোট আক্রান্ত সংখ্যা ৫ জন এবং জেলায় মোট আক্রান্ত সংখ্যা ৬০ জনে দাঁড়ালো।
ধর্মপাশায় আক্রান্ত ৫ জনের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও একজন শিশু। নতুন আক্রান্ত নারী রোগীর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের রাজনগর গ্রামে।
জানাযায়, গত সোমবার এ উপজেলা থেকে নতুন ১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ শুক্রবার দুইজনের ফলাফল পজেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা তাদের দ্রুতই আইসোলেশনে নিয়ে আসবো।