সন্ধ্যা ৬:১৯,   সোমবার,   ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় ১০ হাজার গাছে চারা রোপন কার্যক্রম উদ্বোধন

ধর্মপাশা প্রতিনিধি :
মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশায় ১০ হাজার গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে স্থানীয় বঙ্গবন্ধু চত্বর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয় ও ধর্মপাশা সরকারি কলেজে প্রাঙ্গণে গাছের চারা রোপন করে শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা আওয়ামী সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম দিদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার, ধর্মপাশা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল করিম, প্রভাষক বাবুল চৌধুরী, সুভাষ চন্দ্র সরকার, বরুণ কিশোর চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির প্রমুখ।